- ব্লগিং নিজের শখের বশেই শুরু করি। নিজের একটা ওয়েবসাইট আছে দেখতেই ভালো লাগত। সেজন্য নিজের নামে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট বানিয়ে ফেলি। তারপর লিখালিখি শুরু করি।
- ২০২১ সালে অনেক আর্টিকেল লিখেছিলাম। ডোমেইন হোস্টিংয়ের মেয়াদ শেষ হয়ে গেলে আর রিনিউ করা হয়নি। এরপর
- ২০২৩ এসে নতুন ডোমেইন হোস্টিং কিনে আবার ওয়েবসাইট তৈরি করি। কিন্তু আগের আর্টিকেল হারিয়ে ফেলায় লিখালিখি করার আগ্রহী হারিয়ে ফেলি। সেভাবে আর একটিভ হতে পারিনি। সর্বশেষ
- ২০২৪ এ রিনিউ করলেও এখনো কোনোভাবে সময় দিতে পারিনি। ডোমেইন হোস্টিং মেয়াদ শেষের দিকে তাই ভাবলাম, এখন থেকে শুরু করি।
ব্লগিং করা মুলত কিছু বিষয়ে গবেষণা করে তা প্রকাশ করার ইচ্ছা থেকে। বর্তমান অনেকেই ইন্টারনেট, সোস্যাল মিডিয়া ব্যবহার করেন৷ সহজে কোনো বিষয়ে টুকটাক জানার জন্য গুগল করেন। তাই দিন দিন ইন্টারনেট সমৃদ্ধ হচ্ছে। এজন্যই কিছু লিখার ইচ্ছা করছি, যাতে ভালো কিছু জানার সুযোগ তৈরি করতে পারি।