প্রতিটি কাজের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য বিহীন কাজ অকর্মার কাজ। উদ্দেশ্য ছাড়া কোন কাজ হয় না। প্রতিটি কাজ সে উদ্দেশ্যেই বিবেচিত হবে যে কাজের উদ্দেশ্যে কাজ করা হবে। কারণ রাসুল সা. বলেন, প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভর করে। তাই নিয়ত বা উদ্দেশ্য সামনে রেখে কাজ করতে হবে।
আমার এই ব্লগের একটা উদ্দেশ্য হলো কোনো বিষয়ের সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধান বের করা। এবং সে বিষয় সকলের সামনে তুলে করা। যাতে সকলে সত্য জানতে পারে।